বরিশাল নগরের বিভিন্ন মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়া ও যানবাহ চলাচলে শৃংখলা রক্ষায় কাজ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার রাত থেকে শিক্ষার্থীরা এ কাজ শুরু করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিএম কলেজের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, নগরের মন্দিরসহ বিভিন্ন স্থাপনায় হামলা প্রতিরোধে সোমবার রাতে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে। বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে। মঙ্গলবার দিনভর নগরের গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থী যানবাহনের শৃংখলা রক্ষায় কাজ করেছে। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা মিলে গনসংযোগ করা হয়েছে। এ সময় জনগনকে সচেতন করা হয়েছে। যে কোন ধরনের হামলা-ভাংচুর ঘটনা প্রতিরোধের ঘোষনা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ছাড়াও চরমোনাই পীরের দলের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বরিশাল নৌ-বন্দরসহ বিভিন্ন সড়কের যানবাহন চলাচলে শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এএম