খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা বিজয় উল্লাসে মেতে উঠে। পৌর শাপলা চত্বরে হাজার হাজার ছাত্র জনতার মানুষের উপস্থিতিতে বিজয় উল্লাসে পুরো শহরকে মুখরিত করে তোলে।
মঙ্গলবার বিকেলে পৌর শাপলা চত্বরে মুক্তমঞ্চে এসে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ আমান হাসান ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সকলকে প্রত্যেক এলাকার লোকের বাড়ি-ঘরে যাতে হামলা না হয় সে ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন। বক্তব্য শেষে ছাত্ররা রিজিয়ন কমান্ডারকে মিষ্টি খাইয়ে বিজয় উল্লাস প্রকাশ করেন।
এ সময় খাগড়াছড়ি সদর বিজিবি সেক্টর কমান্ডার ও খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল জুনায়েদ উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি তাদের কার্যালয় হিসেবে ঘোষণা দেন।বিডি প্রতিদিন/এএম