৭ আগস্ট, ২০২৪ ১৯:২৫

কোটালীপাড়ায় ঘরের উপর গাছ পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

কোটালীপাড়ায় ঘরের উপর গাছ পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘরের উপর গাছ পড়ে বৈশাখী তালুকদার (১১) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার রামশীল  ইউনিয়নের রামশীল বাজারের দক্ষিণ পাশে তালুকদারবাড়ি এ ঘটনা ঘটে। মৃত বৈশাখী তালুকদার রামশীল গ্রামের মন্টু তালুকদারের মেয়ে।

বৈশাখী তালুকদারের চাচা নিহার তালুকদার জানান, মৃত নারিকেল গাছটি  বিবেক তালুকদারের। তাকে বার বার বলার পরেও সে গাছটি কাটেনি। সকালে বসতি ঘরের বারান্দায় বসে ছিলো বৈশাখী। হঠাৎ করে গাছটি ঘরের বারান্দায় ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। 

তিনি আরও জানান, সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।পরিবারের সদস্যরা বৈশাখীর মৃত্যুর বিচার দাবি করেছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর