শেখ হাসিনার পতনের পর দেশব্যাপি ভাঙচুর, লুটপাট নৈরাজ্যসহ বিভিন্ন সন্ত্রাসি কর্মকাণ্ডের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে জনগণের বাড়িঘর ও জানমালের নিরাপত্তাকল্পে জরুরী সভা করেছে জেলা বিএনপি।
বুধবার দিনাজপুর শহরের বালুবাড়িস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জরুরি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররাম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদসহ, অন্যান্য সহ-সভাপতিবৃন্দ, সকল যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমন্ডলির অন্যান্য সদস্য, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের বিএনপি ও এর বিভিন্ন অয্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি কেউ যেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বিজয়কে নস্যাৎ করতে না পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। সবশেষে দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ