চুয়াডাঙ্গায় সড়কে শৃংখলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে ছাত্ররা। বৃহস্পতিবার সকাল থেকে ছাত্ররা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে যান চলাচলে সহযোগিতা করে। ছাত্রদের এ উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বিএনসিসি, স্কাউটসহ অন্যরা। সকাল থেকে ছাত্ররা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্ত্বর, কোর্ট চত্বর, একাডেমি মোড় প্রভৃতি স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করে।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ হাসান চত্ত্বরে জাতীয় পতাকা হাতে ছাত্রদের ট্রাফিক কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। ছাত্ররা বলেন, ভাল সব কাজে ছাত্ররা পাশে থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতা করবে।
বিডি প্রতিদিন/এএ