কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে পদ্মাকর, হরিশংকরপুর ও দোগাছী ইউনিয়ন বিএনপি।
এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহ-সভাপতি এ্যাড.মুন্সী কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে অভিযুক্ত করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় তাকে অভিযুক্ত করে বিচারের দাবী জানান। সেই সাথে ঝিনাইদহের বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/এএম