মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের হামলা অগ্নিসংযোগে ধ্বংসস্তুপে পরিণিত হওয়া মুন্সীগঞ্জ সদর থানা ও পৌরসভা ভবন পরিস্কারের পরিচ্ছন্নতার কার্যক্রম করছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় মুন্সীগঞ্জ সদর থানা ও পৌরসভা ভবন পরিস্কার কার্যক্রম। শিক্ষার্থীদের উদ্যোগে এই পরিস্কার কর্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত।
এসময় পুড়ে যাওয়া নথিপত্র সহ থানা ও পৌর ভবন পরিস্কার ধুয়েমুছে পরিষ্কার করে তারা। কাজে অংশনেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা। দেশ পরিচ্ছন্নতা কাজে উৎসাহের সাথে কার্যক্রম করে।
এসময় মুন্সীগঞ্জ পৌরসভার ৩তলা বিশিষ্ট ভবটির ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করে অর্ধশতাধিক শিক্ষার্থী। ছাত্রদের সাথে সমানতালে অংশ নেয় ছাত্রীরা। এছাড়াও মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারেও পরিস্কার পরিছন্নতা অভিযান চলায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালো হওয়া দরকার। তাই তারা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে। পুরোপুরি পরিচ্ছন্নতা না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে বলেও জানায় তারা।
বিডি প্রতিদিন/এএম