বগুড়ায় শ্রী শ্রী নারায়ণ বিগ্রহ মন্দিরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২টায় শহরের প্রেসপট্টি মন্দির প্রাঙ্গনে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি চপল সাহা, সাধারণ সম্পাদক দিলীপ দে।
সম্প্রীতি সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীরা কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের মন্দির রাত জেগে নিরাপত্তা দিচ্ছেন। শহরের কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। একটি গোষ্ঠী সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। জ্বালাও পোড়াও লুটপাট ভাঙচুর করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক কালাম আজাদ, বিএনপি নেতা উজ্জ্বল হোসেন, জিন্নাহ্, সোহান, রঘুনাথ সেবায়েত, রোহিত, তপু চক্রবর্তী, ছাত্রনেতা মুন্না, সৈয়দ নাহিদ, মোহন ও আরিফিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন