কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে দেড়যুগ পর অবস্থান কর্মসূচি পালন করছে ফেনী জেলা বিএনপি। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুর থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম. এ. খালেক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এম সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
এসময় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, গত ৪ আগস্ট মহিপালে সাধারণ শিক্ষার্থীদের ওপর বৃষ্টির মতো গুলি করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসময় তিনি মহিপাল হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বহু ত্যাগ ও শত-শত শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি। আমরা কখনো এইসব শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমাদের দলের মধ্যে এখনো খুনি হাসিনার স্বৈরাচারী দোসররা ঘাপটি মেরে বসে আছে। আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকের সাথে বৈঠক করে উনাকে জানিয়েছি বিগত দিনে ফেনীতে আপনারা ৪৭টি অস্ত্রের লাইসেন্স দিয়েছেন। যাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন তাদের অস্ত্রের গুলিতে মহিপালে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা শহীদ হয়। তাদের লাইসেন্স পাওয়ার কোন যোগ্যতাই ছিল না। বিগত দিনে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা ফেনীতে খুন, ধর্ষণ ও লুটপাটসহ সকল অপকর্ম করেছে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির উদ্যোগে আমরা দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছি। এই সময় জেলা বিএনপির আহবায়ক আলাল উদ্দিন আলাল মহিপাল হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/শফিক