রাজবাড়ীতে দিনব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচীতে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, পৌর বিএনিপর সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার সকালে থেকে বিএনপির নেতাকর্মীরা রাজবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিকাল সাড়ে ৩টায় প্রথম দিনের কর্মসূচি শেষ করেন বিএনপির নেতাকর্মীরা। বিকাল ৪ টায় রাজবাড়ীতে জেলা বিএনপির আরেকটি গ্রুপের নেতাকর্মীরা শহরে অবস্থান কর্মসূচী পালন করেন। বিকালে ৪ টায় শহরের খলিফা পট্টি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি চত্ত্বরে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির নেতৃবৃন্দ শহীদ স্মৃতি চত্ত্বরে একটি সমাবেশ করেন। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারীর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস, সদস্য কে এ সবুর শহিন, সদস্য রইচ উদ্দীন ডিউক, ঝেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
নেতাকর্মীরা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী মাঠে থাকবেন বিএনপির নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ