কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে অবৈধ উপায়ে সাগর পথে আসা ৮টি ট্রলার ভর্তি কাঠ জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি-ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী নামক এলাকা দিয়ে কিছু ট্রলার যোগে মিয়ানমার থেকে অবৈধ কাঠ নিয়ে করে বাংলাদেশে নিয়ে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র টহলদল নাফনদীতে অভিযান চালায়। ৮টি ট্রলারকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল ট্রলার গুলোকে থামার সংকেত দিলে নাফনদীর কিনারায় নোঙ্গর করে। এ সময় কাঠের ট্রলার গুলোকে তল্লাশি করে সরকারি কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আসা ৩১০৯পিস (২৩৫৫৯.৩৯ সিএফটি) গর্জন কাঠ, ২৯৯ পিস (১২০৯.৯৩ সিএফটি) বার্মাটিক কাঠ ও ৬৭৯পিস (৪৪৪৯.৮২সিএফটি) চম্পাফুল কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য ১০কোটি ৫লাখ ৭৬হাজার ৭৫০টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত ট্রলার বোঝাই কাঠগুলোর গণনা এবং পরিমাপ করে বুধবার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ