শেখ হাসিনার সরকারের গণহত্যা এবং তার দোসরদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে নেতাকর্মিরা শহীদ হাসান চত্ত্বরের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতের উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহি প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে। এ গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শহীদ ভাইবোনদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
বিডি প্রতিদিন/এএ