নাটোরের সিংড়ায় শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ছাত্রদল ও ছাত্র শিবির যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মিছিলটি কোর্ট মাঠ এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠের মুক্ত মঞ্চে সমাবেশ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু বকরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী নোমান ফয়সাল জিহাদ, আল আমিন, অর্পন, ছাত্রদল নেতা লেমন, শিহাব প্রমুখ। মিছিলে শেখ হাসিনাকে খুনি আখ্যায়িত করে বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল