ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে কাপাসিয়া উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে উপস্থিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল কাপাসিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা হান্নান শাহর পুত্র গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, এফএম কামাল হোসেন, আমিনুর রহমান, হারুন অর রশিদ, বাচ্চু মিয়া, গাজীপুর জেলা মহিলাদলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, যুবদল নেতা নুরুজ্জামান প্রমুখ।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্ররা রোড মার্চ ও দোয়া মাহফিলের আয়োজন করে। কাপাসিয়ার তাজউদ্দীন চত্বরে এ কর্মসূচিতে কয়েশ ছাত্র-ছাত্রী অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল কাপাসিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ নিতে দেখা যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল