ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১০টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল উপজেলা শহরে আসতে থাকে। মিছিলকারীরা এক পর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামিম, ভাঙ্গা পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্না, যুগ্ম আহবায়ক সহিদুল হক বিটু মুন্সী, আলম মুন্সী, ওসমান মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম পলাশ প্রমুখ। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করা হয়।
বিডি প্রতিদিন/এএ