সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরের খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী।
কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে এবং সকল ধর্মের মানুষের শান্তি বজায় রাখার নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের দাবি তোলা হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, শহর বিএনপির আহ্বায়ক ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক ভিপি মোঃ শাহীন মিয়া,সাবেক ছাত্রনেতা মোঃ মহিউদ্দিন, শহর যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব রাহায়ন কবির, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সোনীয়া হাবিব লাবনী, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্কার বীনা, সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ