অনিয়মের অভিযোগ তুলে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি নেতাকর্মীরা।
আজ বুধবার বিকালে কার্যালয়ে তালা দেওয়ার এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু জানান, দীর্ঘদিন যাবৎ অনিয়ম দুর্নীতির মাধ্যমে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় পরিচালিত হয়ে আসছিল। ক্ষমতার দাপট দেখিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক দুর্নীতি করে আসছিলেন। সরকারি টাকায় কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাৎ করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকিও দিয়েছেন চেয়ারম্যান এমএ খালেক।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আবার ১৫ আগস্ট পালনের নামে দেশকে অস্থিতিকর পরিবেশ তৈরির লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এমএ খালেক।
সরকারি প্রতিষ্ঠানে অর্থাৎ উপজেলা পরিষদ কার্যালয়ে বসে তিনি দলীয় কাজ পরিচালনা করছেন। যা সাধারণ মানুষের জন্য কাম্য না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত