বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির জরুরি সভা গতকাল রবিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে সভায় ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার স্বৈরশাসনের সহযোগী কর্মকর্তা-কর্মচারীরা এখনো বহাল থাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়।
সভায় অভিমত ব্যক্ত করা হয়, শত শত ছাত্র-জনতার জীবনের বিনিময়ে গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ বিতাড়িত হলেও বগুড়ার প্রশাসনের সর্বত্র আওয়ামী দুঃশাসনের সহযোগী দোসররা বহাল তবিয়তে রয়েছেন।
সভায় প্রেসক্লাবের অপেশাদার সদস্যদের সদস্য পদ বাতিল এবং পেশাজীবী সাংবাদিকদের সদস্য পদের ফরম বিক্রির সিদ্ধান্তসহ বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য রেজাউল হাসান রানু, আব্দুর রহীম বগরা, মতিউল ইসলাম সাদী, মীর্জা সেলিম রেজা, এস এম আবু সাঈদ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল ও আব্দুর রহীম।
বিডি প্রতিদিন/এমআই