চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব (২৬) ও রুবেল (২৩) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে। নিহতরা ছোট হলদিয়া গ্রামের চাঁন মিয়া মেস্তুরীর ছেলে।
ফরাজীকান্দি ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, দুই ভাই আজই (সোমবার) চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। তারা নিজ ঘরে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিল। কিন্তু কাজের সময় বিদ্যুৎসংযোগ সচল থাকায় মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি দেখা হবে।
বিডি প্রতিদিন/এমআই