উৎসবের মধ্যে দিয়ে রাজবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার বিকালে রাজবাড়ী লক্ষ্মীকোল পুরাতন হরিসভা মন্দিরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক গণেশ মিত্রর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব জয়দেব কর্মকার। আলোচনা সভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় শ্রীকান্ত বিশ্বাসের সঞ্চালনায় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক সরকার বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইডিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় দেশের ১১টি জেলায় বন্যার্তদের জন্য রাজবাড়ী জন্মাষ্টমী উদযাপন কমিটির পক্ষ থেকে ১ লাখ টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক আবু কায়সার খান নগদ অর্থ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই