ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও দোয়া, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও সদর থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম। এ ছাড়াও ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই