দেশের বিভিন্ন জেলায় বানভাসি মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পপ্পু, আশরাফুল ইসলাম পিন্টু, সুজন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যান্যরা।
সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্যদ্রব্য, জামা-কাপড় ও ওষুধ সংগ্রহ করা হচ্ছে। আগামী তিনদিন ত্রাণ সংগ্রহ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে খাদ্যদ্রব্য, জামাকাপড় ও ওষুধ দিতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এমআই