বরগুনায় গাঁজা ও ফেনসিডিলসহ তিনজন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার বিকাল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জিএম হাফিজুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দ. লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন-মো. রাজু মিয়া, মো. হোসাইন ও নুর হোসেন।
তাদের আটকের সময় ২৫ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিন করে জেল ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই