মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথের পদত্যাগ, সিন্ডিকেট অপসারণ এবং দুর্নীতির বিচার চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে কলেজ গেইট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমন আহমদ, একাদশ শ্রেণির তানভীর আহমদ, গণিত বিভাগের আরাফাত রহমান, একাদশ শ্রেণির সুমাইয়া আক্তার, একাদশ শ্রেণির কাওসার হোসাইন ও একাদশ শ্রেণির জান্নাতসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষের দ্রুত অপসারণ ও উনার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। পাশাপাশি উনার সঙ্গে জড়িত দোষরদের বিচারের কাটগড়ায় নিয়ে আসতে হবে। সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত