ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি সান প্রতিনিধি কামাল সুকরানা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি নাদিম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি ইমরান আলী, কালেরকন্ঠের প্রতিনিধি আহসান হাবিব, সুজনের উপজেলা সভাপতি ও বাংলা নিউজের প্রতিনিধি একেএস রোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বসরী সোহান, সিনিয়র সাংবাদিক আমিনুল হক সোনা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম রানা, সাংবাদিক শরিফুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ। বক্তাগণ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম