ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলার ও ভাঙচুরের প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বাংলানিউজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক আব্দুল হামিদ খান, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি আহমেদুল হক রানা, বাংলাদেশ সংবাদ সংস্থার রফিকুল ইসলাম সুইট, আরটিভির আবুল কালাম আজাদ, যমুনা টিভির কলিট তালুকদার, দেশ রুপান্তর ও এটিএন নিউজের রিজভী রাইসুল ইসলাম জয়, কালের কণ্ঠের প্রবির সাহা, দীপ্ত টিভির সামসুল আলম, দিনকালের খালেদ হোসেন পরাগ হোসেন, পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মামুনসহ আরও অনেকে।
বক্তারা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশের বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। দেশ ও জনগণের কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সংবাদকর্মীরা হামলা-মামলার শিকার হয়ে থাকে। আমরা নতুন দেশ পেয়েছি এই নতুন দেশে আর যেন কোন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা-মামলা ভাঙচুর না করা হয়। সেই সাথে যে সকল দুর্বৃত্তরা হামলা করেছে তাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানানো হয়।
এর আগে প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএ