ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটার নিচে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বাড়লেও সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনো পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, পানি বৃদ্ধির যে হার তাতে এখনো আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে। এদিকে ভারতের মালদহ জেলার ফারাক্কার একটি সূত্র জানিয়েছে, ফারাক্কার ৩৭টি গেট অর্ধেক খোলা রাখা অবস্থায় দেখা গেছে। তবে ১টি গেট সম্পূর্ণ খোলঅ দেখা গেছে।
বিডি প্রতিদিন/এএম