কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চরাঞ্চলের অবহেলিত ও হতদরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার ৪৯৩ স্পেন্সার শিশুকে ৪টি করে খাতা, ১টি কলম ও ৩ টি আম গাছ ও ২ টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও তাদেরকে পুষ্টিকর খাবারের অংশ হিসেবে ১ কেজি মসুর ডাল ও ১ কেজি সয়াবিন তৈল বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর সিডিপির আয়োজনে এসব সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। এসময় কর্মকর্তা রোমিও রতনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল গফুর, গুডনেইবারস এর প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মনিরা আক্তার, যাত্রাপুর মহিলা সমিতির সভাপতি নিশিতা আক্তার নাজমা প্রমুখ। প্রধান অতিথিসহ বক্তারা চরাঞ্চলের অবহেলিত শিশুদেরকে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নিতে গুড নেইবারস এর কার্যক্রমকে সাধুবাদ জানান।
বিডি প্রতিদিন/এএম