কুড়িগ্রামের রৌমারীতে খালের পানিতে ডুবে জাহিদ হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেেেছ। বিকেলে উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,জাহিদ বাড়ির পাশে একটি খালে কয়েকজন সাথীসহ মাছ ধরতে যায়।এতে সবার অজান্তে সে ওই পানিতে যেতে যেতে একটু গভীর পানিতে গিয়ে ডুবে যায়। এরপর তার পরিবার ও আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। মৃত জাহিদ হাসান বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। সে ওই এলাকার ছাইফুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/এএম