ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ এলএসডিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার ভোর রাতে উপজেলার কুসুমপুর সীমান্তের বৃত্তিপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজারের মহেশখালির শের আলীর ছেলে মোবারক আলী(২৬),নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে ইমাম হোসেন(৩৯) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ ইসলাম।
৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে চোরাকারবারিরা কুসুমপুর সীমান্ত দিয়ে মাদক আনছে। সেসময় আমাদের টহল দল অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৭ বোতল এলএসডি, ভারতীয় মোবাইল,কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৭কোটি ৩৪লাখ ৬৯ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম