ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মুহাম্মদ আলীকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কৃষক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/এএ