ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদ কিশোরগঞ্জের বাজিতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওরাঞ্চলের বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। মঙ্গলবার বাজিতপুর পৌরশহরের আলোছায়া মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে পুনর্বিন্যাশ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের হাওরাঞ্চলের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ার, সাংবাদিক খন্দকার মাহবুবুর রহমান, হোসেন মাহাবুব কামাল, মো. খলিলুর রহমান, মো. জসিম উদ্দিন, সাব্বির হোসেন মনি, আব্দুস সলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল