হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ও চাচা গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে।
নিহত শিপন মিয়া (৩০) সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুসিয়ার মিয়ার ছেলে।
জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুসিয়ার মিয়ার ছেলে খুটি মিয়ার সঙ্গে পৌর এলাকার চরগাও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়া গংদের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভবের বাজার খুটি মিয়ার উপর হামলা চালায় শেখ সুমন ও তার লোকজন। এতে খুটি মিয়া আহত হন। বিষয়টি জানাজানি হলে আহত খুটির ভাই শিপন মিয়া ও তার চাচা জীবন মিয়া ঘটনাস্থলে গেলে শেখ সুমনসহ ৭-৮জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শেখ সুমনসহ সঙ্গীয় ৭-৮ জন শিপন ও তার চাচা জীবনের উপর হামলা চালায়। এতে দুজনকে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি বলেন, তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ