মেহেরপুর সদর উপজেলায় কুলবাড়িয়াতে দুর্বৃত্তের দেয়া আগুনে দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্তরা পেট্রল দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। দোকান মালিক পিন্টু মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়। পরে রাত তিনটার দিকে কে বা কারা দোকান ঘরে প্রেট্রল ধরে আগুন ধরিয়ে দেয়। পরে দোকানে ফ্রিজ আগুনে বিস্ফোরণ হলে তার শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে তারা বাইরে এসে দেখে দোকানে আগুন জ্বলছে দেখে। এ সময় গ্রামবাসী আমাকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর মধ্যে আমার দোকানের সমস্ত মালামাল পুড়ে ছায় হয়ে গিয়েছে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শামিম রেজা জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুল নিয়ন্ত্রণে আনে। তবে কত টাকা ক্ষতি হয়েছে তা নিরুপণ করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএ