ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিজান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিজান গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মফিজ শেখের ছেলে।
জানা গেছে, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহনের একটি বাস দৌলতদিয়া আসলে চাকা ফেটে যায়। এতে বাসটি রাস্তায় থাকা মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রে থাকা যাত্রী সিজান নিহত হয়।
গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএ