রংপুর নগরীর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকার পশ্চিম নীলকন্ঠ গ্রামে শ্বশুরবাড়ি থেকে জামাই মনোয়ার হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মনোয়ার হোসেন আমাশু কুকরুল এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়ির জমি বিক্রির ১১ লাখ টাকার মধ্যে ৬ লাখ নিয়েছিলেন মনোয়ার হোসেন। বুধবার বাকি ৫ লাখ টাকা নিতে গিয়েছিলেন শ্বশুর বাড়িতে। টাকা দিতে অস্বীকৃতি জানায় শ্বশুর বাড়ির লোকজন। জামাই মনোয়ার হোসেনের সাথে শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে মনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ভাই গত রাতে বউসহ শ্বশুর বাড়িতে জমি বিক্রি ভাগের বাকি টাকা নিতে গিয়েছিল। আমার ভাইকে টাকা নিয়ে উল্টো খুন করেছে তারা। আমি আমার ভাই এর হত্যাকারীদের বিচার চাই
মেট্রোপলিটন পরশুরাম থানার ওসি সালেহ আহমদ পাঠান বলেন, মনোয়ারের লাশ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ