ফরিদপুরের সদরপুরে ভূতুরে বিদ্যুৎ বিলের অভিযোগ এনে ওজোপাডিকো স্থানীয় অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে কয়েকশ গ্রাহক। এসময় বিক্ষুব্ধ গ্রাহকেরা কয়েক ঘণ্টা অফিস ঘেরাও করে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালন করা হয়। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ভূতুরে বিদ্যুৎ বিলের বিড়ম্বনায় ভুগছেন।
তারা অভিযোগ করে বলেন, মিটারের সাথে বিদ্যুৎ বিলের কোন মিল নেই। মনগড়া ও ইচ্ছেমতো টাকার পরিমাণ বাড়িয়ে ‘ভূতুরে বিল’ গ্রাহকদের ধরিয়ে দেওয়া হচ্ছে। মিটার রিডারগণ বাসায় না গিয়ে ও মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছেমতো বিল তৈরি করে। প্রত্যেক গ্রাহকের বিলেই অতিরিক্ত ৮০ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বেশি যোগ করে বিল বানানো হচ্ছে। বিষয় নিয়ে একাধিকবার অফিসের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন প্রকার কর্ণপাত করছেন না। ফলে দীর্ঘদিন ধরে গ্রাহকেরা অতিরিক্ত হাজার হাজার টাকা বেশি দিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েক বিদ্যুৎ গ্রাহক জানান, মিটার রিডারগণের হাতে কিছু টাকা গুজে দিলেই অনেকের বিদ্যুৎ বিল কম করে করা হচ্ছে। তাছাড়া যেভাবে অতিরিক্ত হারে বিদ্যুৎ বিল করা হচ্ছে তাতে জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুতই সমাধান এবং কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে সদরপুরের বিদ্যুৎ গ্রাহকেরা অনিদৃষ্টকালের জন্য অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচি দেবে।
এ বিষয়ে ওজোপাডিকো সদরপুর উপজেলা প্রকৌশলী (আর ই) শাখাওয়াত হোসেন ও উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। যদি কেউ অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ