ফেনীর পরশুরামে মসজিদে ঘোষণা দিয়ে সড়ক সংস্কার কাজে নেমেছেন স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার পরশুরাম টু পশ্চিম সাহেব নগর ভেঙ্গে যাওয়া রাস্তার মেরামত করেন তারা। দীর্ঘ ৫ কিলোমিটার সড়কটি সংস্কারে স্বেচ্ছায় শ্রম দেন দুই গ্রামের শতাধিক যুবক।
স্বতঃস্ফূর্তভাবে সংস্কার কাজে অংশ্র নেয়া পশ্চিম সাহেব নগর ও মনিপুর গ্রামের যুবকরা জানান, দশের লাঠি একের বোঝা। আমরা দুই গ্রামের যুবকরা প্রাথমিকভাবে সংস্কার করছি। সরকারের দিকে চেয়ে বসে থাকলে আমাদের চলাচলের বিঘ্ন ঘটবে। সরকার নিয়ম অনুযায়ী যখন সময় হবে তখন কাজ করবে। এতোদিন পর্যন্ত আমরা তো বসে থাকতে পারবো না। আমাদের চলাচল করতে হবে। তাই সবাই মিলে যতটুকু সম্ভব সংস্কার করেছি। সকলকে আমাদের মতো নিজ গ্রামের সড়কগুলো নিজেরাই যতটুকু সম্ভব সংস্কার করা উচিত।
ফেনীর পরশুরামের কৃতিসন্তান বাংলাদেশ মুাক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সুিফকুল বাহার মজুমদার বলেন, ব্যাপারটি আমি জেনেছি। এটা খুবই ভালো উদ্যোগ। দলমত নির্বিশেষে তারা নিজেরা নিজেদের চলাচলের সড়ক সংস্কার করেছে। তাদের দেখাদেখি সকলকে এভাবে এগিয়ে আসা উচিত। এলাকার সকলেই তাদের সাধ্যমতো সহযোগিতা করা উচিত।
বিডি প্রতিদিন/এএ