রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের বিএনপির বটতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ভোরের দিকে কয়েকজন পথচারী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বটতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় মরদেহ দেখতে পায়। মরদেহর পরিচয় শনাক্ত করতে না পেরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি বটি জব্দ করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ভোরের দিকে অজ্ঞাত ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার সাথে কোন ম্যানিব্যাগ, স্যান্ডেল অথবা মোবাইল ছিল না। স্থানীয়রাও তাকে চিনতে পারেনি। নেশা করিয়ে এই স্থানে নিয়ে এসে তাকে হত্যা করা হতে পারে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের দুইটি সংস্থা সিআইডি ও পিবিআই কাজ করছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন