কুমিল্লার মনোহরগঞ্জে ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভূমি কর্মকর্তা। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমিকা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার মনোহরগঞ্জের বড়কেশতলা এলাকায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে আনিসুর রহমান নামের ওই উপ সহকারী ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বী জানান, গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল