বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করে চলছে দেশের বিভিন্ন জেলার শিল্পীরা। এসব কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাটেও কনসার্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের আবুল কাশেম ময়দানে উন্মুক্ত কনসার্টের আয়োজন করেছে জয়পুরহাটের সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় প্রাঙ্গণ’। এই উন্মুক্ত কনসার্টের সার্বিক সহযোগিতা করেছেন জয়পুরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমী।
কনসার্ট চলাকালে ১ লাখ ৩২ হাজার ৩৫৭ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন প্রিয় প্রাঙ্গন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেবী।
বিডি প্রতিদিন/এমআই