ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণাপূর্বক ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম (২২) ও সালমান (১৯) নামে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে কামারিয়া গ্রামের মাহবুব বাদী হয়ে তারাকান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ করলে ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এছাড়া আরেকটি হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন (৩৫)-কেও আটক করেছে পুলিশ।
এ ব্যাপার জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল