খাগড়াছড়িতে চতুর্থ দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে ১৫০টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি কাজী আবু তাহের আনসারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ বারী, অর্থ সম্পাদক সিরাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/এমআই