সুনামগঞ্জ-১ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে বিএনপি কর্মী পিতা-পুত্রকে অপহরণ, মারধর ও চাঁদা দাবির অভিযোগ আরো একটি মামলা হয়েছে। রবিবার সুনামগঞ্জের আমলগ্রণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ধর্মপাশা জোনে মামলাটি করেছেন ধর্মপাশা উপজেলার বালিজুরি গ্রামের বিএনপি কর্মী মো. নূর জামাল।
অভিযোগ তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মিসবাহ উদ্দিন।
মামলায় সাবেক এমপি রতনের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক এমপি রতনকে।
বিডি প্রতিদিন/নাজমুল