বরিশালের বানারীপাড়ায় দাফনের প্রায় চার বছর পর ময়না তদন্তের জন্য ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার আদালতের নির্দেশে নির্বাহী হাকিমের উপস্থিতি কঙ্কাল উদ্ধার করা হয়।
২০২১ সালের ৯ জানুয়ারি বানারীপাড়ার সলিয়াবাকপুরের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী আব্দুস সালাম গোলন্দাজ (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জানিয়ে দাফন করা হয়। বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিনউদ্দিন জানান, তাকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে আদালতে মামলা করে বোন। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার তার কঙ্কাল উত্তোলন করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত করে কঙ্কাল ফের দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কঙ্কাল উত্তোলনের সময় বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহিম আরিফ উপস্থিত ছিলেন। এছাড়াও মৃত আব্দুস সালাম গোলন্দাজের বোন ও মামলার বাদী নাসিমা ইয়াসমিন, ভাই আলাউদ্দিন গোলন্দাজ, ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া আক্তার মিমসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
বোনের করা মামলার আসামীরা হলেন মৃত ওই ব্যবসায়ীর স্ত্রী সাবিনা ইয়াসমিন, তার মেয়ে জামাতা খালিদ মাহমুদ সোহাগ (৩৮), মো. মাসুম (৩৮) ও স্ত্রীর ভাই দুলাল হাওলাদার (৫৩)।
বিডি প্রতিদিন/নাজমুল