কুড়িগ্রামে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কেন্দ্রীয় সমন্বয়কদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা জেলার ছাত্র নাগরিকের সাথে এ মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মতামত নেন।
জেলায় জেলায় সফর উপলক্ষে আবু সাইদ লিয়ন, তারিকুল ইসলাম, মুনতাহিনা মেহজামিন মোহনাসহ ১২ জন কেন্দ্রীয় সমন্বয়ক কুড়িগ্রামে এসে এ সমাবেশে মিলিত হন।
সরকারি কলেজ মাঠে মঙ্গলবারের সভায় এসময় কেন্দ্রীয় সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টি প্রতিনিধি দল গোটা বাংলাদেশের জেলা ও বিভাগগুলোতে সফরে এসেছেন। এর উদ্যেশ্য হলো গণঅভ্যুথানে দেশের প্রতিটি স্তরের মানুষ সব জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে। গণঅভ্যুথানে অংশ নেয়া ছাত্র-জনতার দাবি ও প্রত্যাশার কারণে এ সফর। স্বৈরাচার পতনের পর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রত্যাাশা ও দাবিগুলো কি সেগুলোর ভিত্তিতে নতুন বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করাই এই সফরের উদ্দেশ্য বলে জানান সমন্বয়করা।
বিডি প্রতিদিন/এএ