ফরিদপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কর্মকর্তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে দাবির বিষয়ে বক্তব্য রাখেন জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. ফয়সাল আহমেদ, আখি মনি, শিপন আলী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের স্বীকার হচ্ছেন। ১৯৯৪ সালে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞপনে বাংলাদেশের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাদের অধীনস্ত অফিস সমূহে উপ সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ গ্রেডে নির্ধারন করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েকধাপ নীচে ১৪, ১৫, ১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে যা সম্পূর্ণ বৈষম্যমূলক।
এর আগে ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল