টাঙ্গাইলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ঈদে জেলা মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে শহরের পৌর উদ্যোন থেকে জশ্নে জুলুছে বের করা হয়। জশ্নে জুলুছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যোনের মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল (ডেন্টাল) কলেজের সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস খসরু।
এসময় সর্বস্তরের ধর্মপ্রান মুসুল্লীরা অংশগ্রহন করেন। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ ইবাদত-বন্দেগি, মিলাদ ও ধর্মীয় আলোচনা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএম