বঙ্গোপসাগরে কুতুবদিয়ার এফবি হাফিজ সাদমান নামের মাছ ধরার ট্রলারসহ ৪টি ট্রলারে ডাকাতির ঘটনা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। এফবি হাফিজ সাদমান ট্রলারটির মালিক মো. ওমর ফারুক। তিনি কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের নাছিয়ার পাড়ার বাসিন্দা।
জানা যায়, ১৮-২০ জনের একদল ডাকাত অপর একটি ট্রলারযোগে এফবি হাফিজ সাদমান ট্রলারটিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ডাকাতদল এফবি হাফিজ সাদমান মাঝি নুরুল আলম প্রকাশ মধু, লিয়াকত আলী, মো. আবু, মো. মোস্তাক, নুরুল কবিরসহ আরও কয়েকজন জেলেকে মারধর করে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ নিয়ে যায়।
জেলেরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আবহাওয়া অবস্থা খারাপ হলে সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে নোঙর করে এফবি হাফিজ সাদমানসহ কয়েকটি মাছ ধরার ট্রলার। এসময় ডাকাতদল আরেকটি ট্রলারযোগে তাদের ট্রলারগুলোতে উঠে ডাকাতি করে। ডাকাতি হওয়া ট্রলারের আহত জেলেদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ট্রলার মালিক মো. ওমর ফারুকের পুত্র সাজিন।
তিনি জানান, তাদের ট্রলার ছাড়াও একই এলাকার হায়দার পাড়ার আনছার মাঝি, বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর ২টি মাছ ধরার ট্রলারেও ডাকাতি হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/জামশেদ