পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেজর মেহেদী।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পঙ্কজ দেবনাথ, উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলন গলাচিপা উপজেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক, গণঅধিকার পরিষদের পৌর শাখার আহ্বায়ক জসিম উদ্দিন হালিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক তাপস দত্ত, সাংবাদিক খালিদ হোসেন মিলটন, বাদুরা হাট দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক রেপতি রঞ্জন দাস প্রমুখ।
মেজর মেহেদী বলেন, আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষ্যে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, আনসারসহ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত সকল বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে আছে এবং থাকবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
বিডি প্রতিদিন/জামশেদ